Posts

Monoholi JomidarBari। মনোহলি জমিদারবাড়ি। Gangarampur TAPAN

Image
  YOUTUBE Monoholir নাম আপনাদের অনেকেই হয়তো প্রথম বার শুনছেন এবং ভাবছেন এটা কোথায়। সন 1830 খ্রিস্টাব্দে তারাচাদ বন্দোপাধ্যায়ের হাত ধরে। এখন এর মধ্যে বেশি না ঢুকে আপনাদের আগে বলেদি এখানে যাবেন কিভাবে?                     এখানে যেতে হলে আপনার কতো সময় লাগবে সেটা আপনি কোথায় থাকেন তারউপর নির্ভর করবে। ধরে নিচ্ছি আপনি গঙ্গারামপুর সম্মন্ধে জানেন না। Malda সম্পর্কে আপনি অবগত। তাহলে-       Direction-             1. সবার প্রথমে আপনি কলকাতা থেকে হলে মালদার যেকোনো ট্রেন এ উঠে পড়বেন চেষ্টা করবেন যেনো রাত্রের ট্রেন এ উঠতে পারেন তাহলে আপনি একদিনেই ঘুরে যেতে পারবেন। আপনি মালদা কিংবা এই দিক থেকে হলে তো হয়েই গেলো।            2. মালদা থেকে গঙ্গারামপুর এর ট্রেন বা বাস দেখে নেবেন। Toto auto কে বললেই বাসস্ট্যান্ড নিয়ে চলে যাবে। 20 টাকা খরচ পড়বে + বাস ভাড়া 55/ট্রেন ভাড়া 30.            3. গঙ্গারামপুর পৌঁছে গেলে দই try করতে ভুলবেন না। গঙ্গারামপুর এর দই এপার ওপার গোটা বাংলা বিখ্যাত। এর পর আবার toto নিয়ে নেবেন ভাড়া করে নেবেন 150 টাকা লাগবে আপনাদের একদম রাজবাড়ী নিয়ে চলে যাবে। সেখানে ঘুরবেন থাকবেন সম